বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান ডাকুয়া গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ১৯:৫৭, আগস্ট ২৬ ২০২৫ মিনিট

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের পৌরসভার ১ নং ওয়ার্ডের রুনসি গ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলনে লোকমান ডাকুয়ার নেতৃত্বে একাধিক হামলা হয়। এসব ঘটনাবলীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।