টিউশনের উপার্জিত টাকা দিয়ে ক্রীড়া সরঞ্জাম দিলেন ববির ছাত্রদল নেতা
এ.এ.এম হৃদয়|২৩:১০, আগস্ট ২৫ ২০২৫ মিনিট
খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য—এই বিশ্বাস থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্রীড়ামোদী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল এর কর্মী ও সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান।
গত রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর পরিবেশে ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ নানা ক্রীড়া সরঞ্জাম তুলে দেন তিনি।
উপস্থিত শিক্ষার্থীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি হওয়ায় তারা আরও উৎসাহিত হবেন।শিক্ষার্থীরা এটিকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
এ সময় মোঃ ওয়াহিদুজ্জামান বলেন “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের নেতৃত্ব। তাদের মেধা, মনন ও শরীরচর্চাকে সমানভাবে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই শিক্ষার্থীরা সুস্থভাবে বেড়ে উঠুক, খেলাধুলা করুক, আর নিজেদের যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নিক।”
তার এই উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও ছাত্রসমাজের কল্যাণে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।