কুয়াকাটায় হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি

এ.এ.এম হৃদয় | ২২:৫৩, আগস্ট ২৫ ২০২৫ মিনিট

পটুয়াখালীর কুয়াকাটা আবাসিক হোটেল 'সি লোটাস' থেকে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্য অনুযায়ী, চুরির সাথে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন, স্থায়ী ঠিকানা খুলনা সিটি কর্পোরেশন এলাকার খুলনা। হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তাঁর সাথে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে অতিথিদের কোন উপস্থিতি না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায়, চারটি রুমের টিভি নেই। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টুনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যান। এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, 'এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি—এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।' এদিকে, হোটেল মালিক এডভোকেট জহিরুল হক দুষ্কৃতিকারীকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে পর্যটন এলাকায় অতিথির ছদ্মবেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, কুয়াকাটার আবাসিক হোটেল সি লোটাস থেকে স্মার্ট টেলিভিশন চুরির অভিযোগ পেয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ওই ব্যক্তি কক্ষ ভাড়া নেওয়ার সময় যে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করেছে সেটা ভুয়া। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি।