কাল শুরু হবে বরিশালে টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি

কামরুন নাহার | ০৪:৪৭, ডিসেম্বর ০১ ২০১৯ মিনিট

নিজস্ব প্রতিবেদক :: ১ ডিসেম্বর থেকে বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় শুরু হচ্ছে দ্বিতীফ দফায় টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রির কার্যক্রম। যা শনিবার (৩০ নভেম্বর) নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জানাগেছে, বেশ কিছু দিন ধরে বাংলাদেশর বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিলো। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করেছে।  এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়।  প্রথম দফায় ৫ হাজার কেজি পেঁয়াজ ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। তবে গত কয়েকদিন বন্ধ থাকার পরে আগামীকাল ১ ডিসেম্বর থেকে আবারো খোলা বাজারে সাধারণ মানুষের জন্য ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করা হবে।এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, ৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরের ৫ টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে (খোলা বাজারে) টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হবে। যারমধ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে, বরিশাল সিটি করর্পোরেশনের নগর ভবনের সামনে, আমতলা মোড় পানির টাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রুপাতলী চান্দুর মার্কেট এলাকা রয়েছে। এদিকে টিসিবি সূত্রে জানাগেছে, মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বিক্রির জন্য ৫ ডিলারদের ১ হাজার কেজি করে মোট ৫ হাজার কেজি পেঁয়াজ বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে।