স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে মার্কেট বন্ধের সিদ্ধান্ত

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৯, মে ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ফের মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। দেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সেই সময়ে নগরীর মার্কেটগুলোতে ভিড় করছে মানুষ। গত ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট ও সব দোকানপাট খোলার অনুমতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে ক্রেতা-বিক্রেতা উভয়েই নগরীর দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে করছে কেনা-বেচা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় প্রতিদিনই নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালিত হচ্ছে। তারপরও মার্কেটগুলোতে জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। তাই আজ ১৭ মে বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য চালু কিংবা বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালুর নির্দেশনা থাকলেও অধিকাংশ দোকান-পাট ও শপিংমলগুলোতে ক্রেতা-বিক্রেতাগণ সেটি প্রতিপালন করেননি। যার কারণে বরিশাল জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভার সম্মিলিত সিদ্ধান্তে প্রশাসন ব্যবসা-বাণিজ্য পুনরায় বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে কবে নাগাদ বন্ধ হতে পারে তার সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, জেলা বাজার কর্মকর্তা হাসান সারওয়ার, উপ-মহা পরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হিমন কুমার সাহা, ওসি কোতোয়ালি মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।