বরগুনায় ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
এ.এ.এম হৃদয়|২৩:২৫, আগস্ট ১২ ২০২৫ মিনিট
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জলিল মীর। তিনি উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোট ৩৩ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ বিক্রি করার পর অবশিষ্ট ২৫ শতাংশের জন্য ভূমি উন্নয়ন কর জমা দিতে যান পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে। প্রথমেই সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা দাবি করেন ৩৩ শতাংশের কর বাবদ ১৬ হাজার টাকা। পরে ২৫ শতাংশের জন্য ডেকে নেন আলাদা কক্ষে, সেখানেই চূড়ান্ত প্রস্তাব-১০ হাজার টাকা। এরপর তাকে টাকা পরিশোধ করে দেন।
ভুক্তভোগী জলিল মীর বলেন, আমি তহসিলদারকে বললাম, স্যার এত টাকা একসঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তিনি তখন বলেন, আজই না দিলে হবে না।’ শেষমেশ মেয়ের বন্ধক রাখা সোনার গয়না বিক্রি করে নগদ টাকা জোগাড় করেন। সেই টাকা দিয়ে গত ১১ মার্চ জমির দাখিলা নেন।
সম্প্রতি সেই জমি বিক্রি করতে গিয়ে জলিল মীর জানতে পারেন ১০ হাজার টাকার নিয়ে তাকে ৯৯৫ টাকার দাখিলার রশিদ দিয়েছেন। তাই বাকি টাকা ফেরত পাওয়ার জন্য সহকারি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ভুমি উন্নয়ন কর্মকর্তা মহাসিন খান বলেন, জলিল মীরের কাগজে অনেক ত্রুটি ছিল। সেগুলো ঠিক করার পাশাপাশি অনলাইন খরচ, করের বকেয়া মিলিয়ে ১৭ হাজার টাকা ধরা হয়েছিল। কিন্তু তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়া হয়েছে। ভুক্তভোগী এলেই অতিরিক্ত টাকা তাকে দিয়ে দেওয়া হবে।
সরকারি কমিশনার (ভূমি) দায়িত্বে থাকা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়াও আরেকটি মৌখিক অভিযোগও থাকায় কতৃপক্ষ তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি যথাযথ আইনের আওতার আসবেন। এছাড়াও তাকে মৌখিকভাবে কঠোর সতর্ক করা হয়েছে, যেহেতু তদন্ত চলমান।