বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিক-এর উদ্যোগে আগামী মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষামঙ্গল উৎসব। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিকেল ৫টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে এই আয়োজন। এতে অংশ নেবেন অর্ধশতাধিক সাংস্কৃতিক কর্মী। থাকছে বৃষ্টি-বিষয়ক লোকগীতি, আধুনিক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনা।
উৎসবকে ঘিরে নাচ-গান, আবৃত্তি, নাটকসহ বর্ষা-থিমের নানা আয়োজনের মহড়া চলছে সংগঠনের সদস্যদের মধ্যে। ক্যাম্পাসের মূল ফটক ও একাডেমিক ভবনগুলো ইতোমধ্যে সাজানো হয়েছে ব্যানার ও ফেস্টুনে।
আয়োজকদের ভাষায়, বর্ষামঙ্গল শুধু বিনোদনের আয়োজন নয়—এটি বর্ষা ও বাংলার সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি বিশেষ সুযোগ। তারা আশা করছেন, এদিনের অনুষ্ঠান ববির শিক্ষার্থী ও অতিথিদের মনে রয়ে যাবে স্মরণীয় হয়ে।