বরিশালে সাংবাদিকসহ নতুন করে ০৭ জনের করোনা শনাক্ত

দেশ জনপদ ডেস্ক | ২৩:৪২, মে ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে গত ২৪ ঘন্টায় সাংবাদিকসহ আরো ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। আক্রান্তদের মধ্যে ১ জন হলেন নগরীর গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা মোশারফ হোসেন (৫২)। তিনি দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। অন্য একজন নগরীর সাগরদী এলাকার বাসিন্দা নারীবয়স (৩০), অন্য একজন বরিশাল মহানগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৬)। এছাড়া শনাক্ত হওয়া বাকি চারজন হলেন মুলাদী উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৫০), বানারীপাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৬৫), উজিরপুর উপজেলার বাসিন্দা দুইজন পুরুষ বয়স ৩০ এবং ৩৬ তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আজ ১৭ মে রবিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৭ জন নারী এবং ৫৩ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫৮ জন, ৫০ থেকে তার উর্ধে ১৫ জন। বরিশাল মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০জন। এছাড়া উপজেলা বাবুগঞ্জে ১২জন, মেহেন্দীগঞ্জে ৫জন, উজিরপুরে ৭জন, হিজলায় ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়ায় ৩জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলায় ১জন, মুলাদীতে ২জন এবং আগৈলঝাড়ায় ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ০১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।