ঘূর্নিঝড় আমফান মোকাবেলায় বরিশালে ১০৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

দেশ জনপদ ডেস্ক | ২১:০৭, মে ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রেক্ষিতে ঘূর্নিঝড় আমফান মোকাবেলায় বরিশাল জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ সকল আশ্রয়কেন্দ্রে ২ লক্ষ ৪০ হাজার জনসাধারণ দূর্যোগে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারবে।দূর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার দুইটি সাইক্লোন শেল্টারসহ ৩১৪টি স্কুল কাম সাইক্লোন শেল্টার ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা প্রস্তুত করা হচ্ছে। আজ ১৭ মে রবিবার বিকেল ৪:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের সভাপতিত্বে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আজকের সভায় গত ১৬ মে তারিখের সিদ্ধান্তসমূহ যেমন- জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার, জেলার বোরো ধান দ্রুত কেটে ফেলার ব্যবস্থাকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষা, বিদ্যুতসহ অন্যান্য জরুরি পরিসেবা চালু রাখা, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সার্বিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকলকে আসন্ন দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা প্রদান করা হয়। এ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, উপ-পরিচালক বিভাগীয় তথ্য অফিস বরিশাল মুহামদ আমিরুল আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন বরিশাল এর প্রতিনিধি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, রেডক্রিসেন্ট, এনজিওসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।