বরিশালের আকাশে আবারো ডানা মেলছে বিমান

নিজেস্ব প্রতিবেদক | ২১:০৪, আগস্ট ০১ ২০২৫ মিনিট

ব্যাপক গনদাবীর মুখে পনের দিনের মাথায় বরিশালের আকাশে সিমিতাকারে আবার ডানা মেলতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান। উড়জাহাজ সংকটের কথা বলে গত ২৫ জুলাই থেকে বরিশাল সেক্টরে বিমান-এর ফ্লাইট স্থগিত করা হয়। গত ২৪ জুলাই বিকেলে শেষ ফ্লাইটে বিপুল সংখ্যক যাত্রী ভ্রমনের পরেই কতৃপক্ষ বরিশাল সেক্টরে ফ্লাইট স্থগিত করে। তবে আগামী ৮ আগষ্ট থেকে সিমিতকারে, সপ্তাহে দুটি ফ্লাইট নিয়ে বরিশালে আবার ফিরেছে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটি। ৮ আগষ্ট থেকে শুক্রবার ও রবিবার বরিশাল-ঢাকা আকাশপথে বিমান-এর ৭৪ আসনের ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ যাত্রী পরিবহন করবে। ইতোপূর্বে বৃহস্পতিবার বিকেলেও এ সেক্টরে বিমান ফ্লাইট পরিচালন করত। বরিশালের যাত্রী সাধারন সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সীর পক্ষ থেকে যেকোনভাবেই বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটটি পূণর্বহালের দাবী জানান হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান-এর বরিশাল সেক্টরের একাধিক দায়িত্বশীল সূত্রও ‘বৃহস্পতিবার বিকেলের ফ্লাইট যাত্রীদের কাছে অধিকতর গ্রহনযোগ্য’ বলে জানিয়েছেন। এব্যপারে বিমান-এর পরিচালক বিক্রয় ও বিপনন-এর ইতোপূর্বে ইনকিলাবকে জানিয়েছিলেন, ‘উড়জাহাজ সংকটের কারণেই বরিশাল সহ আরো দুটি সেক্টরে সাময়িক ফ্লাইট বন্ধ রাখতে হচ্ছে। ‘খুব শিঘ্রই বরিশাল সেক্টরে বিমান আবার ফ্লাইট পরিচালন শুরু করবে’ বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে ফ্লাইট পরিচালন সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বরিশাল সেক্টরে ফ্লাইট বন্ধের কোন পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়জাহাজ পরিচালনযোগ্য হলেই আমরা বরিশালে ফিরব’ বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের ফ্লাইটটির বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, ‘যাত্রীদের সুবিধার বিষগুলো বিবেচনায় নিয়েই আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি । তবে যেহেতু উড়জাহাজের সংকট রয়েছে, সেহেতু এই মূহুর্তেই সবকিছু সম্ভব নাও হতে পারে’ বলেও জানান তিনি। উল্লেখ্য, অভ্যন্তরীন সেক্টরের জন্য বিমান-এর বহরে ৭৪ আসনের ৫টি ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ থাকলেও তার দুটি আপতত চলাচল অযোগ্য। যা মেরামত অত্যন্ত সময় ও ব্যায় সাপেক্ষ। অপর ৩টির মধ্যে দুটি পরিপূর্ণ মেরামতে অন্তত একমাস সময় লাগবে বলেও জানা গেছে।