বরিশালে নতুন করে ২ জনের করোনা শনাক্ত

দেশ জনপদ ডেস্ক | ০০:০১, মে ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। আজ ১৬ মে বরিশাল জেলায় নতুন করে ০২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনির ০১ জন ও কাজীপাড়া এলাকার আরো ০১ জন ব্যক্তিসহ মোট ০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ০২ জনসহ জেলায় এ পর্যন্ত ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে নতুন করে আরো ০১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছে। আরোগ্য লাভ করা ০১ জনসহ এ জেলায় মোট ৩৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৮ জন, উজিরপুর ও মেহেন্দীগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০৫ জন করে, ,হিজলা ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন করে, বানারীপাড়া,গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০২ জন করে, মুলাদী উপজেলায় ০১ জন সহ মোট ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।গত ১৩ মে শনাক্ত হওয়া ০১ জন মেডিকেল টেকনলজিস্ট সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৬ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিলিয়ে সর্বমোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।