বরিশালে আকস্মিক ভাঙনে সন্ধ্যা নদীর গর্ভে বিলীন ৪ বসতঘর

এ.এ.এম হৃদয় | ২০:২৩, জুলাই ২৬ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙ্গলের কবলে পড়ে বিলীন হয়ে গেছে চার পরিবারের বসতঘর। শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চর হোগল পাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, আকস্মিক ভাঙ্গনে সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হয়েছে ওই গ্রামের মজিদ ব্যাপারী, আজিদ ব্যাপারী, সালেক ব্যাপারী ও বারেক বেপারির ঘর। তাদের প্রত্যেককে দুই বান করে টিন ও খাবার দেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, হঠাৎ করে ঝুপঝাপ শব্দ শুনতে পাই। দেখে মনে হলো এখানে ২০০ হাত পানি হয়ে গেছে। তারপর অনেক জায়গা নিয়ে বসে যাচ্ছে। ভুক্তভোগী পরিবার কোনো মালামাল সরানোর সুযোগ পায়নি। এ সময় নদী পাড়ের গাছপালাও নদী গর্ভে তলিয়ে গেছে। আজিজ ব্যাপারী জানান, হঠাৎ করে গাছ-পালা ও ঘর বাড়ি দেবে যাচ্ছিল। সরানোর কোনো সুযোগ আমরা পাইনি। মজিদ ব্যাপারী জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকম দিন কাটছিল। কিন্তু সন্ধ্যা নদী সবকিছু শেষ দিলো। ভিটা-মাটিটুকু কেড়ে নিয়ে আমাদের পথে বসিয়ে দিল। এখন সন্তানদের নিয়ে আমরা কোথায় যাব। গত দুই দিনে পানি বাড়ার কারণে ভাঙনের আশঙ্কায় রয়েছে সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চর হোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি জামে মসজিদ, ভাঙ্গারমুখ লঞ্চঘাটসহ ২৫ বাড়িঘর।