বরিশাল বিএম কলেজ: গভীর রাতে ছাত্রীদের ফোন দেন শিক্ষক

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫২, জুলাই ২২ ২০২৫ মিনিট

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিবৃত রাখতে অভিযুক্ত শিক্ষক মওদুদকে ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে দর্শন বিভাগের শিক্ষকেরা ইতস্তত বোধ করছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই শিক্ষার্থী জানান, শিক্ষক মওদুদ তার কাছে প্রাইভেট পড়তে শিক্ষার্থীদের চাপপ্রয়োগ করেন। এতে সম্মত না হলে ইনকোর্স ও মৌখিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি দেন। এবং শিক্ষক মওদুদ গভীর রাতে ছাত্রীদের ফোন দেন এবং তাদের রাতে ফোন করতে বলেন। এসব ঘটনার প্রতিকার চেয়ে গত শনিবার অর্ধশত শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এ বিষয়ে জানতে শিক্ষক মওদুদের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি। তবে তার ফোন কলটি জনৈক ব্যক্তি রিসিভ করে বলেন, আমি তার স্টাফ। স্যারকে সন্ধ্যার পর পাবেন। কিন্তু পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি। এ বিষয়ে কমিটির সদস্য ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন বলেন, তারা মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন। তবে এখনও তদন্ত শুরু করেননি। মহিউদ্দিন জানান, শিক্ষক মওদুদ দাবি করেছেন যে প্রাইভেট পড়ানো নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তদন্ত কমিটির প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মামুন উর রশিদ খান বলেন, মঙ্গলবার তদন্তের নির্দেশ পেয়েছেন। তারা এখন আনুষ্ঠানিক কাজ শুরু করবেন। বিএম কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য এর আগেই অভিযুক্ত শিক্ষককে ছুটিতে পাঠানো হয়েছে।’