বরিশাল নগরীর আলোচিত মাদকবিক্রেতা জুতি-মুন্না গ্রেপ্তার

এ.এ.এম হৃদয় | ২০:৪৫, জুলাই ২২ ২০২৫ মিনিট

বরিশাল শহরের আলোচিত মাদকবিক্রেতা জুতি-মুন্নাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর ভাটারখাল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গাঁজার একটি বড় চালানসহ গ্রেপ্তার করা হয়। সম্পর্কে স্বামী-স্ত্রী জুতি-মুন্না দীর্ঘদিন ধরে বান্দরোডসংলগ্ন ভাটারখাল কলোনিতে অবস্থান নিয়ে মাদকবাণিজ্য চালিয়ে আসছিলেন। এর আগে তারা ৯নং ওয়ার্ডের রসুলপুর কলোনিতে বসবাস করতেন এবং সেখানে তাদের মাদকের বড় সিন্ডেকেট ছিল। ইতিপূর্বে তারা দুজন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে একডজনের বেশি মামলা চলমান রয়েছে। এই চিহ্নিত মাদকবিক্রেতাদের গ্রেপ্তার করার খবর শহরবাসীকে এক ধরনের স্বস্তি দিয়েছে। তবে তাদের বেশি দিন বন্দি রাখা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, চিহ্নিত মাদকবিক্রেতা জুতি-মুন্নাকে পুলিশ এরআগেও একাধিকবার গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু তাদের বেশি দিন আটকে রাখা সম্ভব হয়নি। আইনি ফাঁক গলে তারা জামিনে মুক্ত হয়ে ফের মাদকবাণিজ্যে জড়িয়ে পড়েন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পঁচিশোর্ধ্ব মুন্না ফরাজী ও তার স্ত্রী জুতি আক্তার দীর্ঘদিন ধরে ভাটারখালে মাদকবাণিজ্য চালিয়ে আসছেন এবং তাদের কাছে মাদকের বড়টি চালান মজুত আছে এমন খবরে সোমবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে একপর্যায়ে তাদের দুজনকে গ্রেপ্তার করাসহ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক বিক্রির বেশ কিছু অর্থও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। জুতি-মুন্নাকে গ্রেপ্তার করায় ডিবি পুলিশ সাধুবাদ জানিয়েছে ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা। একাধিক বাসিন্দা জানিয়েছেন, স্বামী-স্ত্রী গোটা ভাটারখাল এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছিলেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাসোহারা দিয়ে তারা এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছিল। এই চিহ্নিত মাদক বিক্রেতাদের দীর্ঘ মেয়াদি কারান্তরীণ রাখার ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।’