তালায় মাদরাসাশিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনিও নিহত
দেশ জনপদ ডেস্ক|২০:৪৫, জুলাই ২০ ২০২৫ মিনিট
সাতক্ষীরার তালায় এক মাদরাসা শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে হামলাকারীর মৃত্যুর ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা।
রোববার (২০ জুলাই) বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। যা স্থানীয়দের মধ্যে তীব্র শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, হামলাকারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে শাহাপুর মাদরাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) নিজ মাদরাসার সামনেই হামলার শিকার হন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের রাজু গাজী (৩৬)।
ঘটনার পরপরই স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে এবং রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত রাজু গাজী মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে।
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, রাজু গাজী শিক্ষক শরিফুলকে মাদরাসার সামনে ডেকে আনে এবং কোনো কারণ ছাড়াই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। অতর্কিত এই হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক শরিফুল। এরপর বিক্ষুব্ধ জনতা রাজুকে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।