বাউফলে ৫শ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরণ

নিজেস্ব প্রতিবেদক | ২০:০৪, জুলাই ১৫ ২০২৫ মিনিট

পটুয়াখালীর বাউফলের অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, নদী ভাংগন, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে উপজেলা প্রশাসনের ও এান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের যৌথ উদ্যোগে ৫০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ২ টার সময় কালাইয়া ইউনিয়ন পরিষদে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, ইউপি সদস্য কামাল মৃধা, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।