বানারীপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে অপহৃত স্কুল ছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি

নিজেস্ব প্রতিবেদক | ১৯:১০, জুলাই ১২ ২০২৫ মিনিট

বরিশালের বানারীপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে ফিল্মি ষ্টাইলে অপহৃত উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী (১৫) গত তিন দিনেও উদ্ধার হয়নি। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। ওই দিন রাতে অপহৃত স্কুল ছাত্রীর মা সাথী আক্তার বাদী হয়ে ্এলাকার বখাটে সালমান খান হৃদয় ও চাখার সরকারী ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তামজিদ নুসায়ের মিরন সরদারসহ ৫ জনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় অপহরন মামলা দায়ের করেন। হৃদয় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামের আ: ছালামের ছেলে ও মিরন সরদার চাখার ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মনির সরদারের ছেলে। মামলা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে ওই ছাত্রী স্কুলে ১০ম শ্রেনীর মুল্যায়ন পরীক্ষা শেষে আত্মীয় কাওসারের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের চান্দু মোল্লার বাড়ির সামনের রাস্তায় পৌছামাত্র সেখানে পূর্বে থেকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোবাইক নিয়ে ওৎ পেতে থাকা হৃদয়  ও তার বন্ধু চাখার সরকারী ফজলুল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তামজিদ নুসায়ের মিরন সরদার,শাওন,ফাহিম সিকদার ও ইমন সিকদারসহ ৫/৭ জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে । এসময় তারা মোটরসাইকেল থেকে টেনে-হিচড়ে ওই ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। তাদের বাধা দিলে কাওসারকে মারধর করে তারা তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে ওই ছাত্রীর ফুফা মোস্তফা মোল্লা ও ফুফু রুনু বেগম ঘটনাস্থলের অদূরে রাস্তায় অপহরণকারীদের আটকাতে চাইলে তাদেরকেও মারধর করে অপহরণকারীরা ওই ছাত্রীকে নিয়ে চলে যায়। অপহৃত স্কুল ছাত্রীর মা সাথী আক্তার অভিযোগ করেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী তার মেয়ে স্কুলে যাওয়া-আসার পথে বখাটে সালমান খান হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানা ভাবে ইভটিজিং করে আসছিলো। এ কারনে তিনি বিগত ৭/৮ মাস পূর্বে হৃদয়ের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেন। পরে আদালতে উপস্থিত হয়ে হৃদয় আর কখনো ওই ছাত্রীকে বিরক্ত করবেন না  মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পায়। আদালত থেকে মুচলেকা দিয়ে আসার পরেও হৃদয় তার বখাটে বন্ধুদের নিয়ে  তার মেয়েকে একই ভাবে পথে ঘাটে ইভটিজিং ও কুপ্রস্তাব দিতে থাকলে সম্প্রতি ওই ছাত্রীর নানা জাহাঙ্গীর মিয়া এ ব্যপারে হৃদয়ের পরিবারের কাছে বিচার দেন। তবে এতে কোন প্রতিকার মেলেনি উল্টো বখাটে  হৃদয় ও তার পিতা আ: ছালাম মারধর করে জাহাঙ্গীর মিয়ার মাথা ফাঁটিয়ে দেয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো: মোস্তফা বলেন, স্কুল শিক্ষার্থী অপহরনের ঘটনায় ওইদিন রাতেই মামলা নেওয়া হয়েছে। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।