বরিশালে স্বর্ণের মূর্তি ও অলঙ্কার বিক্রির নামে অর্থ হাতিয়ে নেয়া ৩ প্রতারক গ্রেপ্তার
এ.এ.এম হৃদয়|২১:০২, জুলাই ১১ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশালে স্বর্ণের মূর্তি ও অলঙ্কার বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে নগরীর কাউনিয়া টেক্সটাইল সংলগ্ন শাম দেওয়ানের মাজারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান স্বর্ণ সাদৃশ্য মুর্তি ও অলঙ্কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী গ্রামের ওহাব হাওলাদারের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (৪৫), বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মৃত বিষেশ্বর হাওলাদারের ছেলে শ্যামল হাওলাদার (৭৩) ওই একই ইউনিয়নের মৃত সাহেদ মজুমদারের ছেলে মোঃ মনির মজুমদার (৪৪)।
পুলিশ জানায়, মো: সোহরাব হোসেন গাজী(৬৪) নামের এক ব্যক্তি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন একটি স্বর্ণ প্রতারক চক্র নগরীর কাউনিয়া টেক্সটাইল সংলগ্ন শাম দেওয়ানের মাজারের সামনে তার কাছে স্বর্ণ বিক্রির কথা বলে বিপুল পরিমান স্বর্ণ সাদৃশ্য মুর্তি ও অলঙ্কার দেখিয়ে সেগুলোর দাম ৫ লক্ষ টাকা নির্ধারন করে নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেন। সেই অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ ছগীর হোসেন অভিযুক্তদের সনাক্ত করে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে
স্বর্ণ সাদৃশ্য দুটি ঘোড়ার ও হরিনের মুর্তি, দুটি লোকনাথের মুর্তি, একটি মনষা মূর্তি, ১৯ টি হাতের বালা, ১৮ টি ছোট-বড় হাতের চুরি, ২০ টি কানের চাপা দুল, ৫ টি বড় কানের ঝুমকা, ২০ টি ছোট কানের ঝুমকা, ৫ টি বড় কানের দুল, ৫টি বড় গলার লকেট, ৩ টি ব্রঞ্জ, ৩টি কানের ছোট দুল, ৯৫ টি গলার চেইন, ২৫ টি চুলের খোপার ঝুমকা, ২টি পায়ের নুপুর, একটি আংটি ও একটি নেকলেস উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়- গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারনা করা আসছে। তাঁদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।