আজ বরিশালে কেউ করোনায় আক্রান্ত হয়নি

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৮, মে ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ১৫ মে শুক্রুবার বরিশাল জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। গতকাল শনাক্ত হওয়া ১২ জনসহ এ জেলায় ৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট সুব্রত বিশ্বাস দাস। এদিকে আজ এ জেলায় নতুন করে কোনো ব্যক্তি করোনা থেকে সুস্থও হয়নি। গতকাল আরোগ্য লাভ করা ০১ জনসহ এ জেলায় মোট ৩৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়। গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৬ জন, উজিরপুর ও মেহেন্দীগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০৫ জন করে, হিজলা ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন করে, বানারীপাড়া, গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০২ জন করে, মুলাদী উপজেলায় ০১ জনসহ মোট ৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।