ভোলায় দুই সন্তানের গলায় দা ধরে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ

আল-আমিন | ২২:৪৮, জুলাই ০৯ ২০২৫ মিনিট

ভোলা সদর উপজেলায় দুই সন্তানের গলায় দা ধরে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কামাল মাঝি নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৮ জুলাই) রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে সাগরে ছিলেন। তিনি দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে বৃষ্টির মধ্যে প্রতিবেশী কেরু মাঝির ছেলে কামালসহ সংঘবদ্ধ একটি গ্রুপ সিঁধ কেটে ঘরে ঢুকে ভুক্তভোগী নারীর হাত-পা বেঁধে ফেলে। এ সময় ওই নারী চিৎকার দিলে তার দুই সন্তানের গলায় দা ধরে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে কামাল। ভুক্তভোগী নারী বলেন, ‘কামাল আমার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেছে। তার সঙ্গে আরও লোক ছিল, তারা বাইরে ছিল। আমি তাদের চিনতে পারিনি। কামাল চুলের মুঠি ধরে বাইরে টেনে নিয়ে আমাকে দিয়েই সিঁধ কাটার মাটি ভরাট করে। এ ছাড়া বিবস্ত্র অবস্থায় আমার ভিডিও করে কামাল ও তার লোকজন। ধর্ষণের কথা প্রকাশ করলে সন্তানদের হত্যা করা হবে এবং ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেয় কামাল। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. তায়েবুর রহমান বলেন, ভুক্তভোগী নারী চিকিৎসাধীন। আমরা সব মেডিকেল রিপোর্ট সম্পন্ন করেছি। ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, ঘটনা শুনেছি এবং আমাদের পুলিশের টিম ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। বিষয়টির তদন্ত চলছে।