করোনায় রূপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ২২:২৫, মে ১৫ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ: প্রাণঘা‌তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান মারা গেছেন। আজ শুক্রবার ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৪৯ বছর। এ‌ই নিয়ে করোনায় আক্রান্ত হ‌য়ে এ পর্যন্ত মোট তিনজন ব্যাংকার মৃত্যুবরণ করলেন। সহিদুল ইসলাম ব্যাং‌কের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছি‌লেন। ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে তি‌নি গত ৩০ এ‌প্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভ‌র্তি হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র ছি‌লেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও একমেয়েকে রেখে গেছেন। এর আগে গত মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দি সিটি ব্যাংকের কর্মকর্তা আবু সাঈদ মারা যান। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসা‌বে কমর্রত ছি‌লেন। তার আগে ২৬ এপ্রিল ব্যাংকটির মানবসম্পদ বিভাগে মুজতবা শাহরিয়ার নামের এক কর্মকর্তা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।