নিষিদ্ধঘোষিত আ’লীগের পোস্টার ছাপিয়ে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩
আনোয়ার হোসেন|২২:৩৬, জুলাই ০৬ ২০২৫ মিনিট
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ছাপিয়ে বেকায়দায় পড়েছেন বরিশাল শহরের কালিবাড়ি রোডের ব্যবসায়ী মো. রেজাউল হক সুমন (৩৩)। শহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন ঘরামী (২৮) এবং সোহাগ হোসেন ওরফে আবির হাসানকে (৩৩) আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারা বিভিন্নভাবে এর পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন। এই তিনজন মিলেমিশে নিষিদ্ধঘোষিত সংগঠনটির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ছাপিয়ে তা শহরের বিভিন্ন স্থানে সাটিয়েছেন। এবং এসব কার্যক্রমের সকল ভিডিও মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন।
রোববার সন্ধ্যার আগমুহূর্তে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের সক্রিয় কর্মী সোহাগ হোসেন ওরফে আবির হাসানকে গত শুক্রবার রাতে রাজধানী ঢাকা থেকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠটির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত কালিবাড়ি রোডের কালার ডট মিডিয়ার মালিক রেজাউল হক সুমন এবং ভিডিওগ্রাফার নয়ন ঘরামীকে গ্রেপ্তার করা হয়।
বরিশালের পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে এই কার্যকলাপ চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণে করা হয়েছে, জানান কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান।’