বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধকে প্রকাশ্যে মারধর করে মাথার টুপি খুলে তাতে মল ঢেলে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।
জানা গেছে, গত মঙ্গলবার বিকালে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে বৃদ্ধকে হেনস্তার এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর লাল মিয়া হাওলাদার (৭০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তিনি বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার উন্নয়নকাজে বালু ফেলা নিয়ে গত ১ জুলাই বিকালে লাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদ হাওলাদারের বাগবিতণ্ডা হয়। যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
লাল মিয়ার অভিযোগ, ওই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের ওহাব মুসুল্লির বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। এ সময় আব্দুর রশিদের পুত্রবধূ রেকসোনা বেগম ও নুরবানু বেগম ঝাড়ু দিয়ে তাকে মারধর করেন। পরে রশিদের নাতি সাজিম হাওলাদার তার মাথা থেকে টুপি খুলে নিয়ে তাতে পলিথিনে রাখা মল ঢেলে দেন। লাল মিয়া হাওলাদার বলেন, ‘আমি এর বিচার চাই।’
বৃহস্পতিবার সকালে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন। স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বৃদ্ধকে অপমান ও মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’