বরিশালে মব সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
নিজেস্ব প্রতিবেদক|১৯:৫৪, জুলাই ০৩ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলার অবনতি রোধ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধসহ সংখ্যালঘু নির্যাতন, মব সন্ত্রাস বন্ধ এবং নারী নিপীড়ন প্রতিহত করার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সকল নিপীড়নের বিরুদ্ধে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।
সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ-সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য মারুফ আহমেদ, হাছিব আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই আমাদের বিদ্রোহের মাস। জুলাই, আমাদের স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্ত করে স্বৈরাচারী সাংবিধানিক কাঠামো উচ্ছেদের এক অপার সম্ভাবনা হাজির করেছে। কিন্তু এ সম্ভাবনা নস্যাৎ করতে পতিত স্বৈরাচার এখনও উদগ্রীব রয়েছে। এছাড়াও কিছু সুবিধাভোগী গোষ্ঠী দেশের ভেতর অরাজকতা তৈরি করে গোষ্ঠীস্বার্থ উদ্ধারে তৎপর রয়েছে।’