নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১৪ হাজার টাকার জালনোটসহ আল-আমিন ফরাজী (৪০) নামের এক যুবককে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২ জুলাই) মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক আল-আমিন ফরাজী পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন ফরাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুরে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আল-আমিন ফরাজীকে জালটাকাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ টাকার ২৮টি জালনোট উদ্ধার করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।