বরিশালে স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায় ৯ প্রতিষ্ঠান ও ১১ জন ক্রেতার অর্থদন্ড

মির্জা রিমন | ১৭:২৯, মে ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বিভিন্ন পোশাকের দোকান ও প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। অভিযানে ৯টি প্রতিষ্ঠান ও ১১ ক্রেতাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুক্রবার সকালে বরিশাল নগরীর বাংলাবাজার, চকবাজার, বাজার রোড, কাটপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা ,বটতলা ও পুলিশ লাইন, বাংলাবাজার, সদর রোড এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর। বরিশাল নগরীর কাটপট্টি, চকবাজার ও গির্জামহল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় তিনজন ব্যক্তিকে ২হাজার ৫শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও চকবাজার এলাকার ৬টি দোকান মালিককে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে একই আইনে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে বরিশাল নগরীর সদর রোড, বগুড়া রোড ও বটতলা মোড়ে অবস্থিত পোশাকের দোকানগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে সদর রোডস্থ ইজি ফ্যাশন এবং বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন বিটু ফ্যাশন হাউজে স্ত্রী-সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি তৈরি করার অপরাধে তিনজন ব্যক্তিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর এসময় তিনি ৩ টি দোকানকে অতিরিক্ত ক্রেতা সমাগম ও ৪ জন ব্যক্তিকে শিশুসহ কেনাকাটা করার অপরাধে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেনন। বরিশাল নগরীর পুলিশ লাইন, সদর রোড, গির্জা মহল্লা ও নতুন বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি মেনে চলা মনিটরিং ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় স্ত্রী ও ২ বাচ্চাসহ একই পরিবারের ৫ জন একসংগে কেনাকাটা করতে আসার মাধ্যমে সংক্রামক রোগ বিস্তার রোধে সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে একজনকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।