বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, নিহত ২

এ.এ.এম হৃদয় | ১৯:২৪, জুন ২৬ ২০২৫ মিনিট

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে বেদে যাত্রী বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে নিহত হয়েছেন ২ যাত্রী ও আহত হয়েছে অন্তত ১০ জন। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ থেকে বহু বেদে যাত্রী নিয়ে পিরোজপুর ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বামরাইলে পুকুরে পরে যায়। এতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজ এর স্ত্রী যাত্রী তুফানী(৩৫) ও শরিয়তপুর জেলার পালং উপজেলার চড়ডংসা গ্রামের তৌহিদুল এর স্ত্রী রাজিয়া(৩০) মারা যান। এছাড়া আহত ৫ জন উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও সকালে শোলক ইউনিয়নের ধামুরায় ট্রলির চাপায় আরো ১ জন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি নিহত হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।