বরিশালে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫১, মে ১৫ ২০২০ মিনিট

গৌরনদী প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুঃস্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ছয়টি গ্রামের ৪৪৫ টি পরিবার প্রধানের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৫ মে সকালে গোলাম হাফিজ মৃধা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল বিতরণ করেন নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম, নলচিড়া ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলামসহ অন্যান্যরা।