বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্যের করোনাভাইরাস শনাক্ত

দেশ জনপদ ডেস্ক | ১৩:০১, মে ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক: বরিশালে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ৮ সদস্যসহ ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৭১ জনে। ১৪ মে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে ১২ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বৃহস্পতিবার ১৪ মে রাতে বরিশাল জেলা প্রসাশনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে বিএমপির টিএসআই (সাব-ইন্সপেক্টর) ১ জন, সহকারি সাব-ইন্সপেক্টর ১ জন, পুলিশ কনস্টেবল ৬ জনসহ এক পুলিশ কনস্টেবল পরিবারের দুই সদস্য রয়েছেন। বিএমপি'র আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন টিএসআই মো: মনিরুল ইসলাম (৪৩), এএসআই মো: আসলাম(৩৮), কনস্টেবল মেহেদী হাসান শাওন (২৮), কনস্টেবল নুর হোসেন (২৮), কনস্টেবল মো: সিরাজুল ইসলাম, কনস্টেবল মো: ফেরদৌস মোল্লা, কনস্টেবল চয়ন কুমার ধর(১৯), কনস্টেবল মো: রবিন শরীফ (২১)। এছাড়া কনস্টেবল মাহমুদের স্ত্রী তামান্না আক্তার ও শ্বশুর মো: নুরুল ইসলাম। এই ৮ জনসহ এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও তার পরিবারের মোট ১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এছাড়া অন্য দুজন হলেন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), ও বরিশাল মহানগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন টিএসআই, একজন এএসআই ও ৬ জন কনস্টেবল রয়েছে। এছাড়া শনাক্ত হওয়া আরো দুজন হলো  উপ-কমিশনার উত্তর জোনের পুলিশ কনস্টেবলের (গাড়িচালক) পরিবারের সদস্য। উপ-কমিশনার (উত্তর) অফিসে গাড়ি চালক হিসেবে কর্মরত পুলিশ কনস্টেবলের প্রথম করোনা শনাক্ত হয়। এ কারণে ওই গাড়িচালকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা পিসিআর ল্যাবের রিপোর্ট ১০ জনের শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের পুলিশ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে পুলিশ সদস্যর এবং তাদের পরিবারের সদস্য মিলে ১০ জন এবং আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), অপরজন বরিশাল মহানগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২) এর শরীরের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১২ ব্যক্তির অবস্থানস্থল লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।