বরিশাল মহানগরীতে বিশেষ নিরাপত্তায় সেনাবাহিনী, বিএমপি, এপিবিএন ও র্যাব
এ.এ.এম হৃদয়|২০:০৬, জুন ০৪ ২০২৫ মিনিট
ঈদুল আজহা উপলক্ষে বরিশাল মহানগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে বুধবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও মোতায়েন করা হয়েছে। যানজটপ্রবণ এলাকাগুলোতে সেনা সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এদিকে বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের সকল জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মিনিবাস টার্মিনালসহ আশপাশের এলাকাতেও ট্রাফিক পুলিশের সঙ্গে এপিবিএন এবং র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পুলিশ কমিশনার জানিয়েছেন, বিএমপি’র নিয়মিত বাহিনীর বাইরে অতিরিক্ত সাড়ে তিনশ’ পুলিশ সদস্য এবং দেড়শ’ আর্মড পুলিশ সদস্য নগরীর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে নগর গোয়েন্দা শাখা এবং ডিবি পুলিশও মাঠে রয়েছে।
মহানগরীর প্রতিটি মার্কেট, শপিংমল এবং কোরবানির পশুর হাটগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব হাটে পুলিশের একাধিক টিম কাজ করছে। জাল টাকা শনাক্তকরণ ও যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিএমপি অস্থায়ী চৌকি স্থাপন করেছে।
ঈদের জামাত এবং ঈদের দিন পুরো নগরীর সার্বিক শৃঙ্খলা রক্ষায় মহানগর পুলিশ বিশেষ নজরদারির ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। নগরীর প্রতিটি মসজিদ ও ঈদগাহে সাদা পোশাকে বিশেষ শাখার পুলিশ ও গোয়েন্দা পুলিশ নিয়মিত নজরদারি চালাবে বলেও জানা গেছে।