বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ইমাম মোয়াজ্জেম দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৫, মে ১২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ইমাম মোয়াজ্জেমদের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন। আজ ১২ মে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ইসলামী ফাউন্ডেশন বরিশাল এর আয়োজনে নগরীর হেমায়েত উদ্দিন সড়কের জামে কশাই মসজিদে শতাধিক ইমাম মোয়াজ্জেমদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী তুলে দেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেন, বরিশাল ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নানসহ ইসলামী ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, পর্যাক্রমে নগরীর সকল ইমাম ও মুয়াজ্জিমদের মাহে রমজানের ইফতার সামগ্রী দেয়া হবে। পাশাপাশি তাদেরকে আহবান জানান হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহির হব না।