বরগুনা প্রতিনিধি :: বরগুনা আরও একজন করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি পোশাক কারখানার শ্রমিক। বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলীশাখালী গ্রামের বাসিন্দা। বাড়ি ফিরে তিনি করোনায় আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভর্তি হন। তিনি সম্প্রতি ঢাকা থেকে বাড়ি আসেন। এ ঘটনায় আজ প্রশাসন তাঁর বাড়ি লকডাউন করেছে এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানায়, করোনায় আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে জ্বর ও সর্দি–কাশি নিয়ে বাড়ি আসেন। ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ওই দিন তাঁর নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠান চিকিৎসকেরা। গতকাল রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন বরগুনা জেনারেল হাসপাতালে আসে। এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। তিনি এখন বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে তিনজন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪, আমতলী উপজেলায় ১১, বামনা উপজেলায় ৯, বেতাগী উপজেলায় ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জন মারা গেছেন।