বরিশালে তুচ্ছ ঘটনায় ঠিকাদারকে কুপিয়ে টাকা ছিনতাই

এ.এ.এম হৃদয় | ২০:০৮, মে ১০ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আল আমিন (২৮) নামের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার আল-আমিন। শনিবার (১০ মে) সকাল ১০ টার দিকে নগরীর পলাশপুরের কাজীর গোরস্থান মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত আল আমিন ওই এলাকার কানু মিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন- পলাশ নতুন ব্রিজ এলাকার নুর হোসেনের ছেলে সাগর (২৪) ও তার সহযোগী সজীবসহ অজ্ঞাত ৩/৪ জন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- শনিবার সকাল সাড়ে ৯ দিকে আল আমিন নগরীর পলাশপুর কাজীর গোরস্থান মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সাগর অটো নিয়ে হঠাৎ করে তার সামনে এসে পড়েন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আল আমিনকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখায় সাগর। পরবর্তীতে সকাল ১০ টার দিকে আল আমিন কাজীর গোরস্থান দিয়ে তার ঠিকাদারী কাজের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য পলাশপুর বউবাজার যাওয়ার সময় অভিযুক্ত সাগর ও তার সহযোগী সজীবসহ অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র ও চাইনিচ কুরাল নিয়ে আল আমিনের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারধর করে তার শরীরের বিভিন্ন জখম করেন। এ সময় সজীবের হাতে থাকা চাইনিচ কুরাল দিয়ে আল অমিনের মাথায় কোপ দিলে তা তার কপালের বাম পাশে লেগে জখম হয়। তখন সাগর আল আমিনের পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আল অমিনের ডাক-চিৎকারের আশেপাশের লোক এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। আহত আল আমিন বলেন- তুচ্ছ ঘটনায় তারা আমার উপর হামলা চালিয়ে আমাকে জখম করেছে এবং আমার ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।