বরিশালে শিশু শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরন

দেশ জনপদ ডেস্ক | ১৬:৪৫, মে ১২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরন করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৫০ প্যাকেট করে পুষ্টিসমৃদ্ধ এ বিস্কুট দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুষ্টিসমৃদ্ধ এ বিস্কুট পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পুষ্টিযুক্ত খাবারের চাহিদা মিটাতে আজ মঙ্গলবার ১২ মে নগরীর উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরন করা হয়েছে। গত ৯ মে থেকে শুরু হয়ে এ বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৫ মে পর্যন্ত। জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে এ বিস্কুট পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন সূত্র।