বাউফলে ঋণের চাপে গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ যুবকের আত্মহত্যার চেষ্টা
এ.এ.এম হৃদয়|২০:০০, মে ০৮ ২০২৫ মিনিট
পটুয়াখালীর বাউফলে জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ মো. রেজাউল হাওলাদার (২৫) নামের যুবক পরিবারের সঙ্গে অভিমান ও ঋণের চাপে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার ওলিপুরা বাজার মসজিদ সংলগ্ন পরিত্যক্ত গাছের ওপরে অচেতন অবস্থায় বিষপান করে পড়ে ছিলেন রেজাউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। রেজাউলের পকেট থেকে একটি ইঁদুর মারার ওষুধ উদ্ধার করা হয়েছে।
গত ২১ জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন রেজাউল। গত সপ্তাহে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের তত্ত্বাবধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখন চিকিৎসকরা তার শরীর থেকে একাধিক ছররা গুলি বের করেন। আর্থিক অনটন সংক্রান্ত বিষয় নিয়ে মা-বাবার ওপরে অভিমান করে বিষপান করেছেন বলে স্বীকার করেছেন ভুক্তভোগী।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল আহত রেজাউলের ছোট ভাই হৃদয় ইসলাম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রেজাউল হাওলাদার বলেন, ‘আমার দুইটি এনজিওতে ঋণ আছে। স্ত্রী অসুস্থ (সন্তান সম্ভাবনা) সংসারও অচল। ওদিকে এনজিওর কিস্তির জন্য চাপ। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তার ভারী কোনো কাজ করতে নিষেধ করেছে। তাই আমার এখন আয় বন্ধ। আমি নিরুপায়, বেঁচে থেকে কী লাভ।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, ‘আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাকে ওয়াশ করা হয়েছে। আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’