বরিশালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ১৯:৫৬, মে ০৭ ২০২৫ মিনিট

বরিশালে র‌্যাব-৮ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ মে রাত ৩টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক চাঁদপুরের সাহেদুল ইসলাম রাহুল (২৭) ও হবিগঞ্জের খলিলুর রহমান সোহাগ (২৫) কে আটক করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি আসবাবপত্র বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ১২-৯৭১২) কাঠের আলমারির ভেতর লুকানো অবস্থায় ৯টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৮,২০০ টাকা এবং গাড়ির ৬ পাতা কাগজপত্র। আটকদের বিরুদ্ধে গৌরনদী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।