নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে বাংলাদেশে শুভাগমন উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি’র একাংশের আয়োজনে নগরীতে আনন্দ মিছিল বের হয়।সোমবার (৫ মে) দুপুরে নগরীর আমতলার মোড় থেকে শুরু হয়ে বাংলাবাজার, পুলিশ লাইন রোড হয়ে জিলা স্কুলের সামনে গিয়ে মিছিল শেষ হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হালিম মৃধা, মুসা কাজল,জহিরুল ইসলাম লিটু,সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, মন্জুরুল আহসান জিসান,নওশাদ নান্টু,এ্যাড.সাইদ খোকন,নুরুল ইসলাম পনির সহ যুবদল,ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।