বরগুনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫১, মে ০৩ ২০২৫ মিনিট

বরগুনার তালতলী উপজেলার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বরগুনা আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ স্বীকারোক্তি প্রদান করেন তিনি। এর আগে শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে তাকে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার এই অভিযুক্তের নাম ইব্রাহীম ওরফে জসিম (২২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাতে বিয়ের কথা বলে পাশের বাড়ির এক নারীর সহযোগিতায় এক কিশোরীকে বাড়ি থেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেলে রেখে পালিয়ে যায় ইব্রাহীম ওরফে জসিম। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, গত ২৮ এপ্রিল কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। ইতোমধ্যেই প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।