হিজলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

এ.এ.এম হৃদয় | ২২:২৫, মে ০২ ২০২৫ মিনিট

বরিশালের হিজলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু সাওদা আক্তারের (৫) মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড বরিশালের মিডিয়া সেল। মৃত শিশুটি উপজেলার বাউশিয়া গ্রামের শামীম বয়াতীর মেয়ে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানায়, গত ২৯ এপ্রিল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স’ মিল সংলগ্ন এলাকার মেঘনা নদীতে গোসল করতে নেমে মামা-ভাগ্নি (আব্দুল্লাহ ও সাওদা) নিখোঁজ হয়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হলেও সাওদা নিখোঁজ থাকে। এলাকাবাসী বিষয়টি কোস্টগার্ডকে জানালে কোস্টগার্ড বেইস ভোলা ও স্টেশন হিজলা দুদিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অপারেশন চালায়। বৃহস্পতিবার তৃতীয় দিন উদ্ধার অভিযানে গেলে স্থানীয়রা শিশু সাওদার মরদেহ উপজেলার চরশিবলি এলাকায় ভাসতে দেখে কোস্টগার্ডকে খবর দেয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। হিজলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনার দিন দুপুরেই অনেক খোঁজাখুজির পর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার শিশু সাওদার মরদেহের খোঁজ মেলে।