বরিশালে ইমাম নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মীর মাথা থেতলে দিল প্রতিপক্ষ

এ.এ.এম হৃদয় | ১৯:০৭, মে ০২ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে মসজিদের ইমামকে রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে যুবদল কর্মী শেখ আল মামুন বাবুকে (৩৫) পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা গুরুত্বর আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিল্বগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে আহত যুবদল কর্মী শেখ আল মামুন বাবু অভিযোগ করে বলেন, বিল্বগ্রাম মৃধা বাড়ির মসজিদের ইমাম নির্ধারন নিয়ে স্থানীয় মৃধা ও সরদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে বসা হয়। এসময় আমি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কথা বলায় সরদার বংশের লোকজন ক্ষিপ্ত হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি (বাবু) বিল্বগ্রাম বাজারে বসে চা পান করছিলাম। এসময় সরদার বংশের ভাড়াটিয়া লোকজনে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা পাথর দিয়ে আঘাত করে আমার মাথা থেতলে দেয়। এ ঘটনায় অভিযুক্ত জামান শরীফ ও তার সহযোগি শহিদুল ইসলাম, মাসুদ সরদার, বেল্লাল সরদার ও সিজান সরদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।