সামাজ সেবা অধিদফতরের পরিচালনায় বদলে গেল সেবার মান

এ.এ.এম হৃদয় | ২০:০৫, এপ্রিল ৩০ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সামাজ সেবা অধিদফতরের পরিচালনায় পরিচালিত হচ্ছে এ্যাডঃ হেমায়েত উদ্দিন আহমেদ ডায়েবেটিক ও জেনারেল হাসপাতালটির চিকিৎসা সেবা। বিশেষায়িত এ হাসপাতালটির উপর নির্ভর করতে হয় নগরীর অসংখ্য ডায়াবেটিস রোগীর। তবে সরকার পতনের পর হাসপাতালটির পরিচলনা পর্ষদ ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করে সমাজ সেবা অধিদফতর। এই কমিটির তত্ত্বাবধানে পাল্টে গেছে হাসপাতালের চিকিৎসা সেবার মান ও পরিবেশ। নগরীর চক বাজার থেকে ডায়াবেটিসের চিকিৎসা নিতে আসা আব্দুর রাজ্জাক জানান হাসপাতালটির চিরোচেনা অব্যবস্থাপনার চিত্র এখন আর দেখা যায় না, আমরা হাসপাতালটির বর্তমান সেবার মানে পুরোপরি সন্তুষ্ট তবে এই ধারা যেন অব্যাহ্যত থাকে। এদিকে গত ২৭ এপ্রিল বরিশাল সমাজ সেবা অধিদফতর এবং এ্যাডঃ হেমায়েত উদ্দিন আহমেদ ডায়েবেটিক ও জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয় এর পক্ষ থেকে উপ পরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জাবির আহমেদ, সমাজ সেবা অফিসার শেখ জহির উদ্দিন আহমেদ, সমাজ সেবা অফিসার জাহান কবির, সমাজ সেবা অফিসার (রেজিস্ট্রেশন) ইসমত আরা খানম আর হাসপাতালটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তত্ত্ববধায়ক ডা: মানবেন্দ্র সরকার, প্রশাসনকি কর্মকর্তা আলী নেসার তালুকদার, স্টোর কিপার মো: রফিকুল ইসলাম শাকিল , ল্যাব টেকনিশিয়ান পারুল বেগমসহ অন্যান্য ষ্টাফগন । সভায় হাসপাতালের সার্বিক বিষয়ে বিস্তারতি আলোচনা করা হয় । সভা শেষে হাসপাতালটিতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষমতা বাড়াতে নানামুখি উদ্যোগ গ্রহন করা হয়েছে।