নিসচার দ্বায়িত্ব ছাড়লেন ইলিয়াস কাঞ্চন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩২ বছর পর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন নিসচার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মো: মিরাজুল মইন জয়।
গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় কার্যনির্বাহী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে জয়কে এই দায়িত্বভার প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
উল্লেখ্য নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম পুরোধা ও নাগরিক সমাজের বলিষ্ট কণ্ঠস্বর ইলিয়াস কাঞ্চন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশের মাধ্যমে শুরু হয় তার এই নতুন যাত্রা।
রাজনীতির ঘোষণা শেষ করেই শনিবার তিনি জরুরী কারণে চলে যান লন্ডনে। নিসচার পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন এবং অরাজনৈতিক একটি সংগঠন। দীর্ঘ ৩২ বছর ধরে এই সংগঠনের কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে এবং আগামী দিনেও অরাজনৈতিক থেকেই কাজ করে যাবে। নতুন রাজনৈতিক দলের সাথে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কোন সম্পর্ক নাই।