নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে পরকীয়া প্রেমিকা বিবাহে রাজি না হওয়ায় তার ঘরের সামনে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ প্রেমিক। সোমবার ভোরে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের একটি বাড়ি থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃদ্ধ প্রেমিক হারুন মোল্লা (৬০) দক্ষিণ কাজিরচর গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছেন তার স্বজন ও স্থানীয়রা।
এর আগে গত শনিবার হারুন মোল্লার সঙ্গে ওই গ্রামের এক নারীর পরকীয়ার ঘটনা নিয়ে সালিশ হয়েছিল। ওই নারীর স্বামী ও সন্তান থাকা সত্ত্বেও হারুন মোল্লা তাকে বিয়ে করতে চাইছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। ওই নারী বিয়েতে রাজি না হওয়ায় হারুন মোল্লা তার ঘরের সামনে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা প্রতিবেশীদের। ঘটনার পর ওই নারী ও তার স্বামী-সন্তানরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
বৃদ্ধের ছেলে জাহাঙ্গীর মোল্লা জানান, তার মা জীবিত থাকার পরেও বাবা হারুন মোল্লা এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সম্পর্কের সূত্রে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার আশ্বাসে ওই নারী বিভিন্ন সময়ে প্রায় দেড় লাখ টাকা নিয়েছিলেন। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে গত শনিবার সন্ধ্যায় এলাকায় সালিশ বৈঠক হয়। সালিশে সিদ্ধান্ত হয়- ওই দুইজনের কেউ কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না এবং কেউ কারো বাড়ি যেতে পারবেন না।
সালিশের পরপরই হারুন মোল্লা ওই নারীর কাছে দেড় লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে তাকে বিয়ে করতে হবে বলে শর্ত দেন হারুন; কিন্তু ওই নারী টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং স্বামী-সন্তান ছেড়ে হারুন মোল্লাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন। ঘটনার পরে হারুন মোল্লা আর নিজের বাড়িতে ফেরেননি।
জাহাঙ্গীর মোল্লা আরও বলেন, তার বাবা দুই দিন ধরে বাড়ি না ফেরায় সবাই উদ্বিগ্ন ছিল। সোমবার ভোরে এক প্রতিবেশীর কাছে সংবাদ পেয়ে ওই নারীর ঘরের সামনে লাশ দেখতে পান। লাশের পাশে বোতল এবং মুখমণ্ডল থেকে দুর্গন্ধ থেকে ধারণা করা হচ্ছে তিনি কীটনাশক পান করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এনামুল ব্যাপারী বলেন, দুজন বয়স্ক নারী-পুরুষের সম্পর্কের বিষয়ে গত শনিবার এলাকায় সালিশ হয়েছিল। সোমবার ভোরে নারীর ঘরের সামনে ওই পুরুষের লাশ পাওয়া গেছে।
মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, কাজিরচর ইউনিয়ন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পরকীয়ার ঘটনা নিয়ে সালিশের বিষয়টি শুনেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।