বরিশালে ছাগল হত্যায় কৃষকদল নেতার নামে মামলা

এ.এ.এম হৃদয় | ১৯:৪৯, এপ্রিল ২৮ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে পাটক্ষেত বিনষ্ট করায় পিটিয়ে ছাগল হত্যার অভিযোগে কৃষকদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ৯ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আবু কাজীর বিরুদ্ধে মামলাটি করেন ছাগলের মালিক দিনমজুর সবুজ হাওলাদার। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কাণ্ডপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মধ্য কাণ্ডপাশা গ্রামের বাসিন্দা আনিস হাওলাদারের ছেলে দিনমজুর সবুজ হাওলাদার জানান, তার পালিত ছাগলটিকে ঘাস খাওয়ানোর জন্য রোববার দুপুরে একই গ্রামের আবু কাজীর বাড়ির পাশে পাটক্ষেতের অনাবাদি জমিতে বেঁধে রাখা হয়। বিকেলে তিনি বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাগলটিকে আবু কাজীর পাটক্ষেতের পাশে বটগাছের সঙ্গে মৃত অবস্থায় ঝোলানো দেখতে পান। পরে পাটক্ষেতের মালিক আবু কাজী এসে সবুজকে জানান, ছাগলটি তার পাটক্ষেত বিনষ্ট করেছে, তাই তিনি মেরে ফেলেছেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু কাজী ছাগলের মালিককে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেন। শেষে উপায় না পেয়ে থানায় অভিযোগ করেন সবুজ। অভিযুক্ত আবু কাজী বলেন, ‌সবুজ হাওলাদার আমার নামে মিথ্যাচার করে থানায় অভিযোগ করেছেন। কে বা কারা ছাগলটি মেরে গাছে ঝুলিয়ে রেখেছে জানি না। মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।