৪০০ কোটি টাকার বাজেটে কুয়াকাটায় নির্মাণ হচ্ছে চার তারকা মানের হোটেল “জানা”

এ.এ.এম হৃদয় | ২১:১৬, এপ্রিল ২৬ ২০২৫ মিনিট

কুয়াকাটায় সমুদ্রের কোল ঘেঁষে দৃশ্যমান হতে যাচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত চার তারকা মানের একটি অভিজাত আবাসিক হোটেল “জানা”। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে হোটেল সাগরকন্যা রিসোর্টে’র সামনে হোটেলটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামানসহ প্রস্তাবিত প্রতিষ্ঠানটির অন্যান্য শেয়ার হোল্ডার’রা। উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল “জানা”র প্রায় ২ হাজার শেয়ার সদস্য উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আসাদুজ্জামান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরিফ, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, থানা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  জুয়েল ফরাজীসহ রাজনৈতিক, সাংবাদিক, হোটেল জানার শেয়ার হোল্ডার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় হোটেল “জানা”র ম্যানেজিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান বলেন, কুয়াকাটায় আমরাই প্রথম আধুনিক সুবিধা সম্বলিত চার তারকা মানের হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমাদের হোটেলে পর্যটকদের সুবিধার্থে ডাইনিং, রেস্টুরেন্ট, এটিএম বুথ, ছাঁদ সুইমিংপুল ও হোটেল ছাঁদে হেলিপ্যাডসহ আগত পর্যটকরা আধুনিক সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ১২’হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি শেয়ারে সাড়ে তিন লক্ষ টাকা। একজন চাইলে একাধিক শেয়ার নিতে পারবেন। হোটেলটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪’শ কোটি টাকা। আগামী ৪ বছরের মধ্যে হোটেলটি পুরোপুরি পর্যটকদের সেবায় যুক্ত হবে।