রমযানে নিত্য প্রয়োজনীয় পন্যমূল্য বেড়েছে

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৫, মে ১১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। করোনায় সিয়াম সাধনার ১৭তম দিনে নিত্য প্রয়োজনীয় পন্যমূল্য বেড়েছে। মাত্র ১৫ দিনের মধ্যে ব্রয়লার মুরগী দ্বিগুন বেড়ে এখন ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। উঠানামা করছে ডিমের দামও। ২/ ১ দিনের মধ্যে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হওয়া শসা সোমবার ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে শাকসবজির দাম কমার কথা বিক্রেতারা দাবি করলেও ক্রেতারা বলছে দাম কমেনি, উল্টো টমেটোর মূল্য বেড়েছে। সোমবার ১১ মে বরিশাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, রমজান শুরুর আগ পর্যন্ত নগরীতে ব্রয়লার মুরগী ৮০ টাকা বিক্রি হয়েছে। এরপর ধীরে ধীরে তা বেড়ে সপ্তাহের ব্যবধানে তা ১৩০ থেকের১৩৫ টাকা দাঁড়ায়। গত সপ্তাহ পর্যন্ত দাম স্থিতিশীল থাকলেও মাত্র ৩ দিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৬০ টাকা। বিক্রেতারা মূল্য বৃদ্ধির যৌক্তিক কোন কারণ বলতে না পারলেও তারা দাবি করছে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ায় মূল্য কিছুটা বেড়েছে। এদিকে তরিতরকারির বাজারে মূল্য বৃদ্ধি না হয়ে আরো কিছুটা কমেছে বলে দাবি করেছে খুচরা সবজি বিক্রেতারা। তাদের দাবি রমজানের শুরুতে এক কেজি বেগুন ৮০ টাকা দরে বিক্রি হতো। কিন্তু এখন তা ৩০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্যরা তরিতরকারির মূল্যও স্বাভাবিক রয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, সবজির মূল্য আগের মতোই আছর। বরঞ্চ দুদিন আগে ৫ থেকে ১০টাকা দরে বিক্রি হওয়া শসা আজ ১৫ থেকে ২০ টাকায় এবং ২০ টাকার টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে টিসিবিতে ২৫ টাকা দরে পিয়াজ ২৫ টাকা দরে বিক্রি শুরু হলেও এখনো বাজারে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি হচ্ছে।