বরিশালে ৭৫ কেজি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

এ.এ.এম হৃদয় | ১৯:৪৮, এপ্রিল ২৬ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার করছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫ ঝুড়িতে প্রায় ৭৫ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, জাটকাবিরোধী অভিযানে নেমে অসাধু জেলেদের নদী থেকে শিকার করা এসব পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে মেহেন্দীগঞ্জ উপজেলার বামনার চরের গজারিয়া নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি বিশাল পাই জাল জব্দ করেন। এর মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও জব্দকৃত পাঙ্গাসের পোনা বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।