অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

দেশ জনপদ ডেস্ক | ২২:২৫, এপ্রিল ২৫ ২০২৫ মিনিট

অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারণা চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তাররা হলেন– মো. সামিউল ইসলাম (৩১) ও মো. রুবেল আহম্মেদ শেখ (২৮)।  অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে এটিইউর গণমাধ্যম শাখার পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি, নর্থ সাউথ রোড এবং নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, খুলনা জেলার ফুলতলা থানা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মো. ফরিদ আহম্মেদ অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে পণ্য কিনতে প্রতারক চক্রের কাছে টাকা পাঠান। কিন্তু পণ্যের মূল্য পরিশোধ করার পরও তারা পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেন। পরে ফরিদ আহম্মেদ যোগাযোগের চেষ্টা করলে সব নম্বর বন্ধ পান। পণ্য পাওয়ার আশায় মো. ফরিদ আহম্মেদ দীর্ঘদিন ধরে প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তিনি ‘ইনফর্ম এটিইউ’ (Inform ATU) অ্যাপে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ফুলতলা থানায় একটি মামলা (নম্বর-৬) দায়ের হয়। পরে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।