পটুয়াখালীতে পাউবোর বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

দেশ জনপদ ডেস্ক | ২২:২৬, এপ্রিল ২৪ ২০২৫ মিনিট

পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স ইউনাইটেড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজী বাড়ি মাদ্রাসা থেকে মাদারবুনিয়া বাজার পর্যন্ত এগারোশো মিটার বেড়িবাঁধের জন্য ১৭ লক্ষ ৮২ হাজার টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। যার কাজ শুরু হয় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী এবং কাজ শেষ হওয়ার কথা ৩০ জুন। তবে সরজমিনে গিয়ে দেখা যায় বালু ও মাটি দিয়ে বেড়িবাঁধের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এদিকে কাগজ কলমে বেড়িবাঁধের রাস্তাটি বারো ফুট দৈর্ঘ্য হওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নয় ফুট। এছাড়া বিশেষ করে বেড়িবাঁধের রাস্তাটির নদীর পাড়ের অংশটিতে কোন স্লোভ না দিয়েই কাজ করছে ঠিকাদারের লোকজন। এদিকে বেড়িবাঁধটির কাজ শেষ হওয়ার আগেই রাস্তার দু পাশে ছোট বড় অসংখ্য ফাটল দেখা যাচ্ছে। যা টানা কয়েকদিনের বৃষ্টি হলেই বেড়িবাঁধটির দুপাশ ধসে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, রাস্তায় মাটি ঠিকমত দিতে বললে ঠিকাদারের লোক লেবার সর্দার আলমগীর তালুকদার বলে আপনি লোক লাগিয়ে কাজ করিয়ে নিন আমি টাকা দিয়ে দিবো। আর বেশি কিছু বললে মাটি না দিয়েই চলে যায়। এছাড়া স্থানীয় অনেকেই জানান, ঠিকাদার যদি কাজ না করেই টাকা নিয়ে যেতো তবেই ভাল হতো। কারন কাজ তো ঠিকমত করছে না তারা। বেড়িবাঁধের রাস্তায় যদি নদীর পাশেই স্লোভ না দেয়া হয় তবে পানির স্রোত থেকে কিভাবে বেড়িবাঁধকে রক্ষা করবে। আর বেড়িবাঁধের রাস্তায় দৈর্ঘ্য ১২ ফুটের পরিবর্তে ৯ ফুট করা হচ্ছে। তবে আগেই তো ৮ ফুট দৈর্ঘ্য ছিলো আর এখনই বা বাড়লো কি। এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন এলাকাবাসী। কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লেবার সর্দার আলমগীর তালুকদার বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ীই কাজ চলছে। এছাড়া এসও হাসান স্যার নিজে এসে কাজ পরিদর্শন করেন। এখানে অনিয়মের কিছু নাই। আর যদি অনিয়ম হয় সেটা অফিস বুঝবে বলে প্রতিবেদককে জানান তিনি। এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, এটা মাটির কাজ এখানে বালু দেয়ার কোন নিয়ম নেই। স্থানীয়রা লোক দিয়ে কেন কাজ করাবে কাজ করবে ঠিকাদার। তাছাড়া কাজে যদি অনিয়ম পাওয়া যায় তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।