বরিশালে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নিজেস্ব প্রতিবেদক | ১৮:৫২, এপ্রিল ২৪ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে এক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও চাঁদা দাবী করার অভিযোগে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। স্থানীয়, ভুক্তভোগী, ও মামলা সুত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরের একটি দোকানের সামনে জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জালিছ মাহমুদ মৃধা প্রকাশ্যে নগদ তিন লক্ষ টাকা চাদা দাবি করে। টাকা না দিলে তাকে কু-প্রস্তাব দেয়। এ সময় ওই নারী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানাভাবে হুমকি-ধামকি দেয়। যুবদলের যুগ্ম আহব্বায়ক জালিসছ মৃধার কু-প্রস্তাব ও চাঁদাদাবীর একটি রেকডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সুত্রে আরও জানা যায়, অভিযুক্ত জালিছ মৃধার নামে রয়েছে একাধিক চাঁদাবাজি, নারী কেলেঙ্কারী, দখল বাণিজ্যসহ অর্ধশতাধিক অভিযোগ। শুধু তাই নয় সম্প্রতি শিকারপুর বন্দরের এক বীর মুক্তিযোদ্ধার দোকান ঘরে বিএনপির ব্যানার সাটিয়ে দখল করারও অভিযোগ পাওয়া যায়। পরিবারটি স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হলে যুবদল নেতা জালিস মৃধা কাছ থেকে দোকান ঘর ফিরে পান। শুধু তাই নয়, জালিস মৃধার বিরুদ্ধে রয়েছে অন্যের জমি দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন, ভিজিএফের চাল চুরিসহ বিভিন্ন অভিযোগ। তার ভয়ে এলাকার সাধারণ মানুষের মনে সর্বদা আতংক বিরাজ করে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, মামলা দায়েরের পর আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে লম্পট জালিছ মৃধা। পুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারনে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি আমার পরিবারে নিরাপত্তা চাই। লম্পট জালিছ মৃধার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই। অভিযুক্ত যুবদল নেতা জালিছ মৃধার সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও সে রিসিভ করেন নি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এক প্রবাসীর স্ত্রীর নিকট চাঁদা দাবি ও কু-প্রস্তাবের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’